কয়েক MB-র Photo/ছবিকে বানিয়ে ফেলুন কয়েক KB-র মাত্র ১ মিনিটে


আসসালামু আলাইকুম!
আজকাল দিন দিন মোবাইল এর ক্যামেরাগুলোর Pixel এতো বেড়ে চলেছে যে ছবি/Photo তুললেই এক এক টার SIZE দেখলে মনে হয় যেন কয়েকটাতেই মেমোরি কার্ড ফুল হয়ে যাবে।আর মূলত এটাই হয় আরকি।

তাই অনেকেই চায় যে যদি এই Photo গুলোর SIZE একটু কমানু যেতো।
তো বন্ধুরা আজকে এই নিয়েই পোস্ট টা করলাম আল্লাহর দয়ায়।
নিচে স্ক্রীনশটসহ দেওয়া হলোঃ

১। প্রথমে Play Store এ যান।এরপর Search Box এ এটা লিখুন,






২। App টা ইন্সটল করে নিন


৩। যেকোনো একটা অপশন এ ক্লিক করুন


৪। Select Image গিয়ে যেকোনো একটা ছবি select করুন অথবা Take Photo গিয়ে ছবি তুলে নিন





৫। এখানেও আপনি চাইলে যেকোনো রেজুলেশন select করতে পারেন


৬। এবার দেখুন আগে ছবিটা ছিলো ১.৪ এম বি,
আর এখন মাত্রই ৫৪ কে বি 😲😲😲😲😲





এবার দুইটা ছবির কোয়ালিটি দেখুন


👉 পোস্ট টি ভালো লেগে থাকলে এবং আল্লাহর রহমতে যদি আপনি কিছু শিখে থাকেন তবে পোস্ট টা Share করতে ভুলবেননা।